আ: জব্বার মেহমান কলেজ ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র কলেজের প্রতিষ্ঠাতা জনাব মেহমান আ: জব্বার। এই কলেজে ১০ জন প্রফেসর রয়েছে । ৩০০ তেকে ৩৫০ জন ছাত্র ছাত্রী পড়াশোনা করে। অত্র কলেজে মানবিক ও ব্যবসায়িক শাখায় এইচ এস সি পর্যন্ত পড়াশোনা করা যায়। ২০১৩ সালের এইচ এস সি পরীক্ষার ফলাফল ১০০% পাস। জিপিএ ৫ পেয়েছে ০৪ জন। এই কলেজে যেতে হলে প্রথমে উপজেলা সদর থেকে হুন্ডা / অটো দিয়ে যেতে হবে হরিনাথপুর বাজারে। তারপর সেখান থেকে ভেন / রিস্কা / গাড়ি দিয়ে ০৫ মিনিটের মধ্যে আ: জব্বআর মেহমান কলেজ। এই কলেজের সাথে মেমানিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও হরিনাথপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
কলেজের ভর্তি বিষয় , কলেজের ম্যানেজিং কমিটির বিষয় কলেজের সার্বিক বিষয়ে জানার জন্য যোগাযোগ করা যেতে পারে ।
মো: জনাব মো: সাইফুল্লাহ
প্রিন্সিপল আ: জব্বার মেহমান কলেজ
মোবাইল নম্বর: ০১৭৯০০৩৪৩৪৫
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS